জসিম উদ্দিন বাদল
স্বাধীন বাংলাদেশে বসবাস, ব্যবসা পরিচালনা, চাকুরি, অর্থাৎ বাংলাদেশে অবস্থানরত সকল বাংলাদেশী ও বিদেশী নাগরিককে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান মেনে চলতে হবে। যদি ব্যক্তি বা প্রতিষ্টান উক্ত সংবিধানের কোন অংশ, কোন অনুচ্ছেদ, কোন পরিচ্ছেদ পরিবর্তন, পরিবর্ধন অথবা কোন ধারা লঙ্গন করেন, তবে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্টদ্রোহিতার অপরাধে অপরাধী হবেন।— ৭ অনুচ্ছেদ ক এর (খ), বাঃসঃ।
অনুচ্ছেদ ৪ এর(ক) ধারায় স্পষ্ট লেখা অাছে বাংলাদেশের সকল সরকারী, বেসরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী সকল শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারী সকল প্রতিষ্ঠান সহ তার প্রধান কার্য্যালয়, শাখা অফিস ও বিদেশে অবস্থানরত বাংলাদেশের সকল দূতাবাস, মিশন সমূহে “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান”, প্রধানমন্ত্রীর ছবি প্রদর্শন ও সংরক্ষন করতে হবে।
অথচ অতিব দুঃখের বিষয়, চাটখিলের কোন কিন্ডারগার্টেন, সেমি-ইংলিশ ও ইংলিশ মিডিয়াম স্কুলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি নেই। প্রতিবছর চাটখিল কিন্টারগার্ডেন এসোসিয়েশানের প্রোগ্রামে প্রজাতন্ত্রের কর্মকর্তা বৃন্দ অতিথি হিসেবে ও বিভিন্ন অনুষ্টানে বিভিন্ন সময় কিন্টারগার্ডেন গুলো ভিজিট করলেও এটি কখনোই প্রজাতন্ত্রের সম্মানিত কর্মকর্তাদের এহেন সংবিধান লঙ্গনের বিষয়টি চোখে পড়েন নি, যা অত্যন্ত পজহরিতাপের বিষয় ও নিন্দনীয়।
অাশা করি চাটখিলের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ প্রশাসন এই ব্যপারে অতিদ্রুত যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করবেন।