প্রিয় নোয়াখালী ডেস্কঃ
ভারতে পল্লী সম্মাননা পেয়েছেন নোয়াখালীর কৃতী সন্তান তরুণ প্রজন্মের ব্যপক জনপ্রিয় সংগীত তারকা ঐশী ফাতেমাতুজ্জোহরা। সংগীত চর্চার পাশাপাশি তিনি এমএইচ শমরিতা মেডিকেল কলেজের এমবিবিএস ৫ম বর্ষের শিক্ষার্থী।
গত ১৮ জানুয়ারি কলকাতার নিউটাউন আর্টস একরের ওপেন এয়ার থিয়েটারে এ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। সম্মাননার আয়োজন করে কলকাতা ভিত্তিক পত্রিকা খবর ৩৬৫ দিন।
আয়োজন প্রসঙ্গে খবর ৩৬৫ দিন পত্রিকার সম্পাদক পূষণ গুপ্ত বলেন, দুই বাংলার মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন আরো বাড়াতে এই সম্মাননা দেয়া হয়েছে।
সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে ঐশী বলেন, এ এক অন্যরকম তৃপ্তি। ‘ভারত বাংলাদেশ ফিল্মস্ অ্যাওয়ার্ড’ (বিবিএফএ) এর পর ফোক বেসড শিল্পী হিসেবে দ্বিতীয় আন্তর্জাতিক পুরস্কার পেয়ে খুবই অনুপ্রাণিত বোধ করছি। একই সাথে একজন বাংলাদেশি ও মেডিকেল শিক্ষার্থী হিসেবে আমি খুবই আনন্দিত।
সম্মাননা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিল্পী শুভা প্রসন্ন, পুরানবিদ নৃসিংহ প্রসাদ ভাদুড়ী, পরিচালক সন্দীপ রায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী ব্যানার্জী, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী প্রমুখ।