প্রিয় নোয়াখালীঃ ফেনীর বিভিন্ন হাসপাতালে সদ্য নিয়োগপ্রাপ্ত ৫০জন নার্স যোগদান করেছে। মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম ভিডিও কনফারেন্সের মাধ্যমে নব নিয়োগপ্রাপ্ত সিনিয়র ষ্টাফ নার্স কাজে যোগদান ও বরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
ফেনীর সিভিল সর্জন কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নার্সদের যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনীর সিভিল সার্জন ডা: হাসান শাহরিয়ার কবির। উপস্থিত ছিলেন ডা: মোহাম্মদ ইলিয়াছ, ডা: বিমল চন্দ্র সাহা, ডা: রামপদ সাহা, ডাক্তার কৃষ্ণ পদ সাহা, ডা: মিজানুর রহমান ও নার্স ইনিস্ট্রাকটর মনোয়ারা বেগম।
এদর মধ্যে আধুনিক ফেনী সদর হাসপাতালে ১৪ জন ও জেলার বাকী উপজেলায় ৩৬ নার্স যোগদান করেছেন।