প্রিয় নোয়াখালী ডেস্কঃ
করোনার প্রভাবে নেতা কর্মীদের অার্থিক সহযোগীতা দিয়ে পাশে দাঁড়াবার ঘোষনা দিয়ে নিজ দলের নেতা কর্মীদের কাছে ব্যাপক প্রশংসিত হচ্ছেন চাটখিল পৌর সভার সর্বাধীক বার নির্বাচিত মেয়র মোস্তফা কামাল। তিনি বর্তমানে চাটখিল পৌর সভা বিএনপির সভাপতি ও নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক।
গত ৯ মে তিনি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে এই সংক্রান্ত একটি পোষ্ট দেন। পোস্টটি দেয়ার পর পরই প্রচুর লাইক কমেন্ট পড়তে দেখা যায়। এতে প্রায় সকলেই দীর্ঘ দিনের রাজনৈতীক কারনে ক্ষতিগ্রস্ত এবং সে সাথে করোনা দুর্যোগে নাকাল অবস্থায় থাকা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের এই দুর্দিনে মোস্তফাদ কামালের এই অার্থিক সহযোগীতার ঘোষনাকে সময়পোযোগী বলে প্রশংসা করেন।
নিম্নে মোস্কফা কামালের সেই পোস্টের হুবহু কপি দেয়া হলোঃ
বিসসিল্লাহ হির রহমানির রাহিম
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারনে চাটখিল পৌরসভা বিএনপি,যুবদল,ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সক্রিয় কর্মী রা বর্তমানে যারা আর্থিক সংকটে আছেন।
আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন।আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদের আর্থিক সহযোগীতা করবো।ইনশাআল্লাহ।
মোস্তফা কামাল।
সাবেক মেয়র,চাটখিল পৌরসভা।
যুগ্ম- সাধারণ সম্পাদক,জেলা বিএনপি।
সভাপতি,চাটখিল পৌরসভা বিএনপি।