মো.শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা থেকেঃ
দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গ শহরের হাইডেলবার্গ রোডে সুজন (২৩) নামে বাংলাদেশের সোনাইমুড়ীর এক যুবক গাড়ি এক্সিডেন্ট করে মারা গেছেন। এবং তার সাথে থাকা সুমন নামে অপর বাংলাদেশি গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানাযায়, শুক্রবার (২৬জুন) সকালে সুজন ও সুমন তারা দুইজন এক সাথে গাড়ি নিয়ে বের হয়েছিল। তারা অক্কাবিল থেকে স্প্রিং যাচ্ছেন দোকানের মালামাল ক্রায় করতে।হাইডেলবার্গে তারা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পেলে। ঘটনাস্থলে সুজন মারা যায় এবং আহত অবস্থায় সুমনকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সুমন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
- নিহত সুজনের দেশের বাড়ি নোয়াখালী সোনাইমুড়ী থানার পূর্ব চাঁদপুর গ্রামের ৭নং বজরা।