মো.শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা থেকেঃ
দক্ষিণ আফ্রিকার ফ্রী স্টেইট প্রদেশের উইনবার্গ ও সেনেরকাল থেকে একই প্রদেশের ভেলকম শহরে আসার পথে নিখোঁজ হয়ে গেছে ৪বাংলাদেশি নাগরিক।
গত বুধবার (২৬ আগষ্ট) চারজন বাংলাদেশি একটি প্রাইভেট কারে করে ভেলকম শহরে যাওয়ার পথে পথিমধ্যে নিখোঁজ হয়ে যায়। আজ পযর্ন্ত চারজন বাংলাদেশি যুবক চারদিন থেকে নিখোঁজ রয়েছে। এবং তাদের মোবাইল ফোন বন্ধ রয়েছে।
এই নিয়ে স্থানীয় পুলিশ স্টেশনে রিপোর্ট করা হয়েছে। আশংকা করা হচ্ছে পথিমধ্যে গাড়ি সহ তাদেরকে অপহরণ করা হয়েছে।
নিখোঁজ হওয়া যুবক যথাক্রমে, বেগমগঞ্জের সাইফুল ইসলাম, বেগমগঞ্জের দূর্গাপুরের মুহাম্মদ ফরহাদ, সিলেট জেলার রাসেল ও নোয়াখালীর চাটখিলের মহসিন।