মো.শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা থেকেঃ
দক্ষিন আফ্রিকার পুমালাংগা প্রদেশের এয়ারমেলো এলাকায় মোঃ রিপন নামে এক বাংলাদেশি কৃষাঙ্গ দোকান কর্মচারীর হাতে খুন হয়েছেন।
গতকাল সোমবার (২২সেপ্টেম্বর) গভীর রাতে রিপন নিজ দোকানে ঘুমন্ত অবস্থায়। এসময় মালয়ের নাগরিক রিপনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। যাওয়ার সময় নগদ টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়।
জানাযায়, রিপন নিজ দোকানে এক মালাওয়ে কর্মচারী রেখেছিলেন। কর্মচারী তার দোকানে থাকতো। গতরাতে পুর্বের চাকুরী করা আরেক মালাওয়ে কর্মচারী দোকানে আসে। রাতে তারা সুযোগ বুঝে দুইজন মিলে রিপনকে হত্যা করে নগদ অর্থ, সিগারেট সহ মুল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
নিহত রিপন ফেনী জেলার ছাগলনাইয়া থানার রাধানগর ইউনিয়নের বাসিন্দা।