স্টাফ করেসপন্ডেন্টঃ
চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই সরকারী (শ্রীপুর) প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ভোট ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে মঙ্গলবার শেষ হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা চলা এই ভোটে ভোটারদের ব্যাপক অংশ গ্রহনের পাশাপাশি শত শত উৎসুক জনতা ভীড় করতে দেখা যায়। এতে হারুনুর রশিদ ৯০ ভোট ও
আতিয়ার রহমান সুজন ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন এবং নারী কোটায় জান্নাতুল ফেরদৌস জান্নাত ১১৮ ভোট এবং নাছিমা আক্তার ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
এই নির্বাচনে ৪ জন পুরুষ ও ৩ জন নারী প্রার্থী অংশ নেন।
নির্বাচনটিতে ৭৭ ভোট পেয়ে পরাজিত প্রার্থী আমির হোসেন বলেন, ভোটের মাধ্যমে সদস্য নির্বাচিত হয়েছে এতেই আমি খুশি। তিনি নির্বাচিতদের সহযোগীতা করারও ঘোষনা দেন।
নির্বাচনটি নিয়ে স্খানীয়রা বলছেন, অনেকদিন পর মানুষ কেন্দ্রে এসে সুষ্ঠু ভাবে ভোট দিয়ে নিজেরা রায় দিতে পারায় সবার মধ্যে একটা আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
নির্বাচন পরিচালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।