স্টাফ করেসপন্ডেন্ট:
বেগম রোকেয়া দিবসে মহিলা অধিদপ্তরের নির্বাচনে সেরা মা নির্বাচিত হয়েছেন কহিনুর বেগম।
বুধবার এই মহিয়সী মায়ের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মোহাম্মদ মোসা।
কহিনুর বেগম উপজেলার খিলপাড়া ইউনিয়নের সংকরপুর গ্রামের প্রয়াত মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আবু তাহেরের স্ত্রী।
তার ৮ ছেলে -মেয়ের মধ্যে অনেকেই দেশ বিদেশে সফলতার সাথে প্রতিষ্ঠিত।
তাদের মধ্যে মামুনুল ইসলাম মামুন চাটখিলে আলোচিত ও ব্যপক প্রসংশিত স্বেচ্ছাসেবী সংগঠন খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাবের প্রতাষ্ঠাতা সভাপতি।
মামুন তার মায়ের এই স্বীকৃতিতে আনন্দ প্রকাশ করে বলেন, আমাদের মানুষত্ব শিক্ষা দেয়ার কাজটি আমার মা’ই করেছেন আমি এমন মায়ের সন্তান হিসেবে গর্ব বোধ করছি।