মো.শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা থেকেঃ
দক্ষিণ আফ্রিকায় বর্তমানে কিডন্যাপ, খুন, গুম, অপহরণ সহ নানা অপরাধ কর্মকান্ড দিন দিন ভয়ংকর হয়ে উঠেছে। এসব নানা অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে কিছুসংখ্যক প্রবাসি বাংলাদেশি।
গত নভেম্বর মাসে বিভিন্নভাবে ১১বাংলাদেশি মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে চরম আতঙ্কে দিন পার করছে প্রবাসী বাংলাদেশিরা।
(২নভেম্বর) সোমবার ফ্রী স্টেইট প্রদেশের পির্টারসবার্গ এলাকায় নারী সংঘটিত কারণে গভীর রাতে দোকানে প্রবেশ করে কৃষাঙ্গরা গুলি করে খুন করে বরিশালের ফারুকে। কৃষাঙ্গ নারীর সাথে অবৈধ সম্পর্কের কারণে ফারুককে কৃষাঙ্গদের হাতে খুন হতে হয়েছে এমন অভিযোগ স্থানীয় বাংলাদেশিদের।
(৫ নভেম্বর) বৃহস্পতিবার প্রি-স্টেট প্রভিন্সের পিটাল স্টাইল নামক স্থানে মোঃ শহীদুল আলম(৫৫) নামে এক বাংলাদেশি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
নিহত শহীদুল আলমের দেশের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে।
(৬নভেম্বর) শুক্রবার লিম্পুপু প্রদেশের নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় বৈদ্যুতিক জেনারেটরর ধুয়া থেকে শ্বাস বন্ধ হয়ে মৃত্যু বরণ করেছেন শাহিদ হোসেন বাবু। তিনি ময়মনসিংহের বাঘমারার বাসিন্দা।
(৬নভেম্বর) শুক্রবার দেশটির ফ্রী স্টেইট প্রদেশের জাস্ট্রন এলাকায় নিজ দোকানে খুন হয়েছে হারুন রাহাত নামে এক বাংলাদেশিকে। ব্যবসায়িক কোন্দলের জের ধরে তিনজন বাংলাদেশি পরিকল্পনায় ভাড়াটিয়া দিয়ে হারুন রাহাতকে খুন করার অভিযোগ উঠেছে।
নিহত রাহাত বাড়ি নোয়াখালী মাইজদীর বাসিন্দা।
(১৩নভেম্বর) শুক্রবার রাতে সাতটার সময় দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের আমটাটা লিবোডি নামক এলাকায় ডাকাতের গুলিতে খুন হন আরেক বাংলাদেশি ব্যবসায়ী লাভলু।
নিহত লাভলুর দেশের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জে।
(১৫নভেম্বর) শনিবার লিম্পোপো প্রদেশের জিম্বাবুয়ের সীমান্তবর্তী শহর মেসিনায় জামাল উদ্দিন নামে বাংলাদেশি হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়েছে।
নিহত জামাল উদ্দিনের দেশের বাড়ি টাংগাইল জেলায়।
(১৭ নভেম্বর) রাত ৯ টার সময় নর্থ ওয়েস্ট প্রদেশের মাফিকিং শহর থেকে ৭০ কিলিমিটার দুরে মারেসানি গ্রামে ইমন আহামেদ (২২)ও আব্দুর রহমান (৩০) নামে দুই বাংলাদেশিকে দোকানের সামনে কৃষাঙ্গ দিয়ে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে। এসময় রুবেল হোসেন নামে আরো এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছে।
(২০নভেম্বর) শুক্রবার রাতে ইস্টার্নকেপ প্রভিন্সের আইডুসা গ্রামে বাংলাদেশি মালিকানাধীন দোকানে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় অন্য কর্মচারী আফ্রিকার মালাউন নাগরিকের হাতুড়ির আঘাতে জাহিদ হাসান জিতু নামে এক বাংলাদেশি নিহত হয়েছে।
নিহত জাহিদ হাসান জিতুর বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।
(২৪নভেম্বর) মঙ্গলবার ফ্রী স্টেইট প্রদেশে জাস্ট্রনে মিজানুর রহমান ফারুক নামে এক বাংলাদেশি ব্যবসায়ী হৃদরোগে আক্রান্ত হয়ে ব্লুমফন্টেইনের পিলোনমি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার সময় মৃত্যু হয়েছে।
মিজানুর রহমানের দেশের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে।
(২৪নভেম্বর) মঙ্গলবার পুমালাঙ্গা প্রভিন্সের পলকাষ্ট শহরে সাইফুল ইসলাম নামে বাংলাদেশি ব্যবসায়ী দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগ নিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে ২৯নভেম্বর ইন্তেকাল করেন।
তিনি নোয়াখালীর জেলার চৌমুহনীর অধিবাসী।
(২৪নভেম্বর) মঙ্গলবার রাত ৯টার সময় ফ্রি স্টেইট প্রদেশের জাস্ট্রনে তিন কৃষ্ণাঙ্গ সশস্ত্র অবস্থায় দোকানে প্রবেশ করে সজলকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এ সময় অস্ত্রধারীরা দোকান থেকে কোনো নগদ টাকা বা মালামাল নিয়ে যায়নি। এঘটনায় জড়িত বাংলাদেশির নামে অভিযোগ উঠেছে। নিহত সজল নোয়াখালী বেগমগঞ্জের বাসিন্দা।
এদিকে, দক্ষিণ আফ্রিকায় প্রতিনিয়ত বাংলাদেশি খুন হয়ে আসলেও বর্তমানে বাংলাদেশির চক্রান্তে বাংলাদেশি খুনের অনেক অভিযোগ উঠে আসতেছে।
এমন ভয়াবহ পরিস্থিতি থেকে প্রবাসী বাংলাদেশিদের উত্তরণের জন্য আমরা বাংলাদেশ হাইকমিশন, বাংলাদেশের পরাস্ট্র মন্রনালয়,বাংলাদেশের সরাস্ট্র মন্ত্রনালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।