স্টাফ করেসপন্ডেন্টঃ
চাটখিলে ফ্রী মেডিকেল ক্যাম্পে শতাধীক রোগীকে চিকিৎসা সেবাবিজয় দিবসে চাটখিলের সানোখালি মানবতার বন্ধু নামক স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রী চিকিৎসা ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্নয় ক্যম্প করেছে।
উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানোখালী গ্রামে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ শওকত আলী শতাধীক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন।
এ ছাড়া ওই দিন সকাল১১টা থেকে ফ্রী ব্লাড গ্রুপ নির্নয় করানো হয়। ১৬০ জন কে ফ্রী ব্লাড গ্রুপ নির্নয় করানো হয়েছে। এতে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ হানিফুর রহমান, প্রধান উপদেষ্টা মোঃ জসিম, রাজনীতিবীদ স্বপন সহ এলাকার। বিশিষ্ট ব্যক্তিবর্গ।