আলা উদ্দিন শিবলুঃ
নোয়াখালীর ভাসানচরে দ্বিতীয় দফায় আরো ১ হাজার ৮০৪ জন রোহিঙ্গা পৌঁছেছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা একটা সময় রোহিঙ্গাদের বহনকারী নৌবাহিনীর ছয়টি জাহাজ ভাসানচরে পৌঁছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় নৌবাহিনীর জেটি থেকে ভাসানচরের উদ্দেশ্যে রওয়ানা হয় তাদের বহনকারী ছয়টি জাহাজ।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এমরান হোসেন জানান, দ্বিতীয় দফায় নৌবাহিনীর ছয়টি জাহাজে করে আজ মঙ্গলবার দুপুর একটার সময় নোয়াখালীর ভাসানচর এসে পৌছায় এক হাজার ৮০৪ জন রোহিঙ্গা।
উল্লেখ্য, এর আগে গত ২ ডিসেম্বরর প্রথম দফায় এক হাজার ৬৪২ জন রোহিঙ্গা ভাসানচর যান।