ইউনুছ শিকদারঃ
নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেলের ধাক্কায় ফাতেমা খাতুন (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ জানুয়ারী) উপজেলার চরজুবলী ইউনিয়নের চর মহি উদ্দিন গ্রামের ৩নং আশ্রয়ন প্রকল্পের সামনের সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা খাতুন চরজুবলী ইউনিয়নের চর মহি উদ্দিন গ্রামের ৩নং আশ্রয়ন প্রকল্পের মৃত গোলাম রাব্বানীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নিহত ফাতেমা খাতুন রাস্তা পার হওয়ার সময় অসতর্কতাবশত চলন্ত মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে আহত হয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক আমান উল্যাহও (৫০) আহত হয়। আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মাথা থেকে প্রচুর রক্তক্ষরণের ফলে ফাতেমা খাতুনের মৃত্যু ঘটে। অন্যদিকে আহত আমান উল্যাহকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।