স্টাফ করেসপন্ডেন্টঃ
নোয়াখালীর চাটখিলের নিজ এলাকায় বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাঈনের ৬০ তম জন্মদিন পালন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার রামনারায়নপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে কেক কেটে আলোচনার সভার মাধ্যমে এই কৃতি পুরুষের জন্মদিন পালন করা হয়। এসব অয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম ও পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাঈন।
রামনারায়নপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ফরহাদ হাসানের সভাপতিত্বে জয় এম সুমন ও আবু জাফর রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্রগ্রাম অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক গাজী গোলাম মাওলা। বক্তব্য রাখেন,চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুল কানন,সফিক উল্যাহ লাতু পাটোয়ারি, মাহবুবুর রহমান হেলাল সহকারী প্রধান শিক্ষক রামনারায়ণপুর উচ্চ বিদ্যালয় এবং সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া, ,স্থানীয় রাজনীতিবীদ নজরুল ইসলাম, আহাদুল আমিন
মিঠু,সাইফুল ইসলাম টুটুল,ফজলুল কাদের বাবলু, রাজনীতিবিদ জাহাঙ্গীর আলম আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুক প্রমূখ। অননুষ্ঠানে দৈনিক মুক্ত খবরের বিশেষ প্রতিনিধি নজির আহমেদ, চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব ও সাধারন সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ সহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।