এম এইছ রাতুলঃ
এসএসসি ২০০৯ এবং এইছ এস সি ২০১১ সালের শিক্ষার্থীদের সংগঠন দি ইনভিন্সিবল ৯/১১ পরিবারের উদ্যোগে কম্বল বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ উপলক্ষ্যে আয়োজিত উপজেলার রাজ্জাকপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বদলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান শেখ, বিশেষ অতিথি ছিলেন চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুল কানন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ হান্নান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মো: ইয়াছিন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সারাদেশে তাদের ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে কম্বল বিতরনের কার্যক্রমসহ নানা ধরনের মানবতাধর্মী কাজ করছে।
বিকেলে চাটখিলের নোয়াখলা ইউনিয়নের সাত্রাপাড়া ঈদগাঁও মাঠে একই সংগঠনের উদ্যোগে কম্বল বিতরন করা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন, উপজেলার নোয়াখলা ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম খলিল সোহাগ।