ফেনী প্রতিনিধি :
‘মানবতার সেবায় সবসময় প্রতিজ্ঞাবদ্ধ’ এই শ্লোগানকে সামনে রেখে সমাজসেবার প্রত্যয়ে সোনাগাজীতে আত্মপ্রকাশ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “প্রতিজ্ঞা”। সোনাগাজী উপজেলার মানবপ্রেমী কিছু উদ্যোমী তরুণদের সন্বনয়ে গঠিত এই সংগঠন আত্মমানবতার সেবায় কাজ করার প্রতিজ্ঞাবদ্ধ। ৫ই জানুয়ারি মঙ্গলবার রাতে সোনাগাজীর একটি রেস্টুরেন্টে এক সভার মাধ্যমে এই সংগঠনের আত্মপ্রকাশ করে। সভায় সর্ব সম্মতিক্রমে ব্যাক বেঞ্জার্স একাডেমীর পরিচালক সমাজসেবক জাহিদুল হাসান সোহান কে সভাপতি ও সোনাগাজী বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী, এলিয়েন টাউন রেস্টুরেন্ট এর স্বত্বাধিকার ইমাম হোসেন সোহেল কে সাধারন সম্পাদক মনোনীত করে আগামী ৬মাসের জন্য কমিটি গঠন করা হয়।
এছাড়াও কমিটিতে মোঃ আবু মুসা ও জুয়েল মাহমুদ কে সহ-সভাপতি, মিনার ভূঁঞা কে যুগ্ম- সাধারন সম্পাদক, নাঈম মাহমুদ কে কোষাধক্ষ্য, সাইফ উল্লাহ সনি কে দপ্তর সম্পাদক, ডাঃ মোজ্জামেল হোসেন রায়হান কে স্বাস্থ্য ও জনকল্যাণ সম্পাদক, কাজী নজরুল ইসলাম (সানি) কে প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ ছালাহ্ উদ্দিন রবিন কে ত্রাণ বিষয়ক সম্পাদক, গোলাম রাব্বানী নোবেল কে পরিবেশ বিষয়ক সম্পাদক, আবদুল বাসেত কে সমাজকল্যাণ সম্পাদক, মিনহাজুল আবেদীন সাকিব কে শিক্ষা উন্নয়ন বিষয়ক সম্পাদক, মোঃ ইউসুফ ও মোঃ আফছার মাহমুদ তাওহীদ নির্বাহী সদস্য মনোনীত করা হয়।
প্রতিজ্ঞা’র নব-নির্বাচিত সভাপতি জাহিদুল হাসান সোহান বলেন, আমরা সবসময় অসহায়, দুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাবো। সাধারন সম্পাদক ইমাম হোসেন সোহেল বলেন, মামুষ মানুষর জন্য। আমার অসহায় মানুষের জন্য নিবেদিত হয়ে কাজ করতে চাই।