সেনবাগ(নোয়াখালী)প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে ডুয়েল এল. ই.ডি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার রাতে উপজেলার নবীপুর ইউনিয়নে মমিন উল্ল্যাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শাহীন ষ্টার সেনবাগ শেখ জামাল ক্রীড়া চক্র ভাটিয় কে টানা ২ ম্যাচে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এই উপলক্ষে মমিন উল্ল্যাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি সাইফুল ইসলাম সামিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির। যুবলীগ নেতা আবু জাফর বাবলুর পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা যুবলীগের আহবায়ক আ.স.ম জাকারিয়া আল মামুন, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিঠু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজেদুল হক তানভির, নবীপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন, আওয়ামীলী নেতা রফিক মিয়া, মমিন উল্ল্যাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা মমিন উল্ল্যাহ কোম্পানী, সমাজসেবী ইব্রাহীম মাহমুদ বক্তব্য রাখেন। পরে অতিথি বৃন্দ বিজয়ীদের পুরষ্কার তুলে দেন।