আকবর হোসেন সোহাগ ঃ
নোয়াখালী সদরের এওজবালিয়া নামের ব্রিকফিল শিশু শ্রমিক ফরহাদ (১৬) বান্দরবন জেলার লামা থানার পায়তন এলাকা থেকে নিঁখোজ হওয়ার খবর পাওয়া গেছে, তিন পরেও উদ্ধার হয়নি সে। এদিকে পরিবারের স্বজনরা সন্তানকে না পেয়ে বাড়িতে আহাজারি করছে। নিঁখোজ ফরহাদের পিতা জাহাঙ্গীর আলম ও মাতা বানু বেগম জানান, গত ১০ জানুয়ারী সোমবার লামা থানার পায়তন এলাকার জহির মাঝির ব্রিক ফিল্ড থেকে নিঁখোজ হন ফরহাদ। অনেক খেঁাজা খুঁজি করেও তাকে পাওয়া যায়নি। নিঁখোজ হওয়ার বিষয়টি জহির মাঝি স্বীকার করেন। কোনো স্বহৃদয়বান ব্যক্তি তাকে পেলে ০১৮৭৫-১৪৯৩৭১ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।