স্টাফ করেসপন্ডেন্ট:
বিপুল সংখ্যক নেতা কর্মী ও সমর্থক নিয়ে রোববার বিকেল ৩টায় মনোনয়ন পত্র জমা দিয়েছেন চাটখিল পৌরসভায় আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত মেয়র প্রার্থী ভিপি নিজাম উদ্দিন।
চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর থেকেই ভিপি নিজামের পক্ষে আ,লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীরা জড়ো হতে থাকে।
এরই মধ্যে এখানে এসে উপস্থিত হন আরেক মনোনয়ন বঞ্চিত প্রার্থী ভিপি নাজমুল হুদা শাকিল। তিনি ভিপি নিজামকে সমর্থন দিয়ে বক্তব্য দেন।
পরে মিছিল সহকারে উপজেলা নির্বাচন কার্যালয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেনের হাতে মনোনয়ন পত্র জমা দেন নৌকার এই প্রার্থী।