রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে সহস্ত্রাধিক কৃষক,শ্রমিক, দুস্থ ও অসহায়দের মাঝে সুয়েটার ও কম্বল বিতরন করা হয়েছে। ১৭ জানুয়ারী (রোববার) বিকেলে উপজেলা আওয়ামীলীগ অস্থায়ী কার্যালয় (খান টাওয়ার) ২৭৪(লক্ষ্মীপুর-১) রামগঞ্জ আসনের এমপি আনোয়ার খানের ব্যাক্তিগত তহবিল থেকে শীতবস্ত্র বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন এমপি ড. আনোয়ার হোসেন খান, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বেলাল আহম্মেদ, ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ সামছু,যুগ্ন আহবায়ক এসএম মোজাম্মেল হক,পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক সাখাওয়াত হোসেন রাজু, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আলাউদ্দিন আঠিয়া, পৌর ছাত্রলীগের আহবায়ক মিলন আঠিয়া, যুগ্ন আহবায়ক আশরাফ রাজু,ফজলে রাব্বি জয় প্রমূখ।