স্টাফ করেসপন্ডেন্ট:
চাটখিলে চাহিমা আক্তার ইমু(২৩) নামের এক নারী তার ৭ বছরের শিশু সন্তান সহ গত ৬ দিন থেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়ে চাটখিল থানায় আজ মঙ্গলবার সাধারন ডায়েরী করেছেন তার স্বামী মাসুদ আলম।
মাসুুুুদের বাড়ি উপজেলার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে।
সাধারন ডায়েরী সূত্রে জানা যায়, মাসুদ আলমের স্ত্রী ইমু তাদের ৭ বছরে একমাত্র ছেলেকে সংগে নিয়ে গত বৃহস্পতিবার তার নিজ বাড়ি চাটখিল উপজেলার শ্রীপুর থেকে তার বাবার বাড়ি একই উপজেলার শিববরামপুর যাওয়ার উদ্যেশে বের হয়। কিন্তু পরে জানা যায় সে তার বাবার বাড়ি ওইদিন যাননি এবং তার ব্যবহৃত দু’টো মোবাইল ফোনই বন্ধ পাওয়া যায়। এর পর তিনি সম্ভাব্য সব স্থানেই খোঁজ করেও স্ত্রী ও সন্তানের কোন সন্ধান পাননি।
পুলিশ জানিয়েছে তারা চেষ্টা করছে মা ছেলের সন্ধান বের করতে।