মে.শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকাঃ
দক্ষিণ আফ্রিকার ঘাউটেং প্রভিন্সের জোহানেসবার্গের নিকটবর্তী নিউল্যান্ডস (ওয়েস্ট ভেরী) এলাকায় জাহাঙ্গীর আলম লিটন (৪০) নামে এক বাংলাদেশি ডাকাতের গুলিতে নির্মমভাবে খুন হয়েছে।
আজ বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাহাঙ্গীর আলম তার ছোট ভাই মনিরকে দেখতে যায়। এমন সময় ডাকাতদল ২জন কাস্টোমার সেজে দোকানে প্রবেশ করে।
তখন মনির তাদের খারাপ লক্ষণ দেখে বাহিরে গিয়ে দেখবে আর কোন ডাকাত আছে কিনা। এময় সময় বাকী ডাকাতদল ভিতরে ডুকতে পিছনে থেকে মনির হোসেনকে গুলি দিয়ে মাথায় আঘাত করে। মনির হোসেন তখন আঘাত নিয়ে ধোড়ে বাহির চলে যায়।
এসময় দোকানের ভিতরে থাকা বড় ভাই জাহাঙ্গীরকে গুলি করলে তিনি বাহিরে এসে মাটিতে লুটে পড়ে। ঘটনাস্থলে মারা যান তিনি। দোকানে থাকা কর্মচারী আসাদের কোন ক্ষতি হয়নি। ডাকাতদল যাওয়ার সময় দোকানের ক্যাশে থাকা টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ নিয়ে যায়।
আহত মনির হোসেন হাসপাতালের চিকিৎসা নিয়ে বর্তমানে ভালো আছেন।
নিহত লিটনের দেশের বাড়ী নোয়াখালী জেলার কবির হাট উপজেলার দত্বার দীঘির বাসিন্দা।
তিনি ৩বছর পূর্বে দক্ষিণ আফ্রিকায় আসেন। দেশে তার স্ত্রী ও ২কন্যা সন্তান রয়েছে।