সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রয়াত উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার বাদ যোহর উপজেলার আমিশাপাড়া ইউনিয়নস্থ ভদ্রগাঁও গ্রামে তার কবর জিয়ারত শেষে দোয়া ও মোনাজাত করা হয়। পরে ভদ্রগাঁও কাওমী মাদরাসা ও এতিমখানা মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার“ল হক কামাল, সোনাইমুড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ রেজায়ে রাব্বী মাহবুব। তৌহিদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সাবেক ছাত্র নেতা ও বিএনপি নেতা লোকমান হোসেন, ইউনিয়ন বিএনপির নেতা অহিদুর রহমান স্বপনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা অধ্যাপক আব্দুলাহ আল মামুন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্চাসেবক দলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম, নোয়াখালী জেলা মৎস্যজীবী দলের আহবায়ক নূর হোসেন খন্দকারসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে তৌহিদের আত্ননার শান্তি কামনায় ৮ শত এতিম ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য যে,২০১৪ সালের এই দিনে তৃনমূলে ব্যপক জনপ্রিয় এই নেতা তৌহিদকে ঢাকায় প্রেসক্লাব
এলাকা থেকে আইনশৃৃৃৃঙ্খলাা বাহিনী আটক করে পরে রাতের আঁধারে কথিত ক্রসফায়ারে তিনি নিহত হন।