প্রিয় নোয়াখালী ডেস্কঃ
সরকার শিক্ষিত যুবক -যুবতিদের উদ্যোক্তা তৈরির জন্য নানান ধরনের প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্ রীর কার্যালয় থেকে পরিািলিত উদ্যোক্তাদের দক্ষতা সৃষ্টি ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সারাদেশে নতুন নতুন ব্যবসায়ী তৈরি হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ উদ্যোক্তা ফোরাম নোয়াখালী জেলা আহবায়ক কমিটি গঠিত হয়েছে। ফাহমিদা খানম আহবায়ক ,আমিরুল িইসলাম হা রুন কে যুগ্ন আহবায়ক ও এ এম মাসুদ পাটোয়ারি কে সদস্য সচিব করে 15 সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে । অন্যন্যা রা হলেন যুগ্ন আহবায়ক এনামুল হক,আবদ্দুল বাহার চৌধুরী ।সদস্যরা হলেন গোলাম রাব্বানি শরিফ, মোজাম্মেল হোসেন কামাল ,নুরুল ইসলাম নিপ্পন,টিপু সুলতান ভুঁইয়া, আব্দুল আউয়াল তুহিন , সালেহ আহমেদ, হাসিনা আক্তার সুইটি ,মো: একরাম হোসেন,মো: হাফিজ আহমেদ,রফিকুল ইসলাম রাসেল। আহবায়ক কমিটিকে অভিনন্দন জানান বিভিন্ন রাজনৈতিক , সামাজিক সংগঠন ,ব্যবসায়ী সংগঠন ও সমাজের বিভিন্ন ব্যাক্তিবর্গ।