স্টাফ করেসপন্ডেন্ট:
চাটখিলে উপজেলার খিলপাড়া বাজারের পোশাক ব্যবসায়ী ও যুবলীগ নেতা আবদুল আজিজ রাতুলের (৩১) নিজ ব্যবসা প্রতিষ্ঠান মায়াবী ফ্যাশানে হামলা চালিয়ে তাকে আহত করে ১ লক্ষ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে চাটখিল থানায় তিনি লিখিত অভিযোগ করেছেন।
আবদুল আজিজ উপজেলার শংকরপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে এবং সে খিলপাড়া ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি।
অভিযোগ পত্রের সূত্রে জানা যায়,রবিবার সকাল ১১টার দিকে আবদুল আজিজ তার ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত থাকার সময়ে কয়েকজন যুবক তার প্রতিষ্ঠানে ঢুকে পড়ে এবং এক পর্যায়ে তাকে গালমন্দ করে তার দিকে রিভালবার তাক করে ভয় দেখিয়ে ক্যাসে থাকা প্রায় ১ লক্ষ টাকা চিনিয়ে নেয় এবং তাকে মারধর করে আহত করে।
থানায় লিখিত অভিযোগে তিনি খোকন ও হানিফ নামের দুজন সহ অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামী করেন বাদী আবদুল আজিজ রাতুল।
এই ব্যপারে চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্তে মারধরের সত্যতাও পাওয়া গেছে।