আজাদ মিজি: স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)’র নোয়াখালী জেলা শাখার সভাপতি, নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক এবং নোয়াখালী টিভি’র সম্মানিত উপদেষ্টা ডা. ফজলে এলাহী খানের পিতা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ডা. ফজলে এলাহী খানের পিতা ইন্জিনিয়ার আইয়ুব আলী খান (৮২) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৮ টায় পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, নাতি, পৌতিসহ বহু গুনগ্রাহী রেখে যান।
সন্ধ্যায় মরহুমের গ্রামের বাড়ি সেনবাগ উপজেলার ছাতারপাইয়ার সোনাকান্দি গ্রামে তার প্রথম জানাজা ও শুক্রবার সকাল ১০টায জেলা শহর মাইজদীর কোর্ট মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে শহরের স্টেডিয়াম পাড়ার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।