স্টাফ করেসপন্ডেন্টঃ
সদ্য সমাপ্ত হওয়া চাটখিল পৌরসভা নির্বাচনে ব্যবহৃত হাজার হাজার পোস্টার তুলে নিয়ে খাতা বানিয়ে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে চাটখিলের বহুল আলোচিত আলোর দিশারী স্কুল পরিচালনা কারী অল অফ ওয়ান বিডি নামের সেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্চাসেবকরা।
সোমবার দিনব্যাপী সংগঠনটির সদস্যরা পৌর এলাকায় বিভিন্ন স্থান ঘুরে ঘুরে সাঁটানো পোস্টার গুলো পরম যত্নে খুলে নেয়।
সংগঠনটির সাধারন সম্পাদক শারমিন সাহরিয়ার ইতি বলেন, এই পোস্টারগুলি পরিবেশের ক্ষতি করবে তাই আমরা উদ্যোগ নিয়েছি পোস্টারগুলো খুলে খাতা তৈরী করে আমাদের আলোর দিশারী স্কুলের সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা উপকরন হিসেবে ব্যবহার করার।
এ ব্যপারে চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুল কানন বলেন, নির্বাচনের শেষ হবার পরপরই নির্বাচনী পোস্টারগুলি সংশ্লিষ্ট প্রার্থী নিজ নিজ অপসারন করা বাধ্যতা মূলক থাকলেও আমাদের এখানে কেউ এই কাজটি করেন না। আমাদের নির্বাচন কমিশনও এই আইনটি প্রয়োগ করতে কখনো দেখিনি। অথচ এই অগনিত পোস্টারগুলিই জলাবদ্ধতাসহ পরিবেশের নানা ক্ষতি করতে পারে। তিনি অল অফ ওয়ান বিডির স্বেচ্ছাসেবীদের ভুয়সী প্রশংশা করে বলেন, তারা বার বারর প্রমান করছে চাটখিলে আলোর দিশারীই সত্যিকারের আলোর দিশা।