মো.শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা
জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক ও দক্ষিণ আফ্রিকা বিএনপি’র প্রধান উপদেষ্টা সদ্যপ্রয়াত মিজানুর রহমান স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল করেছে দক্ষিণ আফ্রিকা বিএনপি ও অঙ্গ সংগঠন।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার সময় জোহানেসবার্গের বাংলাদেশ রেস্টুরেন্টে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুরুতে আব্দুল মুনিম মুন্নার পবিত্র কোরআন থেকে তেলাওয়াত মধ্যে দক্ষিণ আফ্রিকা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক মনির হোসেন খানের সভাপতিত্বে ও মুরাদ খানের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।
এসময় বর্ষীয়ান রাজনীতিবিদ মিজানুর রহমানকে স্মরণে কমিটির অন্যতম সদস্য ইমরান আলি বাবুল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বক্তব্য রাখেন দক্ষিণ আফ্রিকা বিএনপি’র সাবেক সদস্য সচিব কাজল মিয়া, সাবেক যুগ্ন আহবায়ক এস এইচ মোহাম্মদ (মোশাররফ) বর্তমান সমন্বয় কমিটির সদস্য ইসমাইল হোসেন মোশারফ, যুবদলের আহ্বায়ক ওমর ফারুক, হাসানুজ্জামান অপু, সালাউদ্দিন চৌধুরীর ডালিম, মোয়াজ্জেম হোসেন মঞ্জু, আব্দুল কাদের ভূঁইয়া, আব্দুল আজিজ মৃধা, আজাদ রহমান সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
প্রধান অতিথি বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ মিজানুর রহমানের অকালে চলে যাওয়া দক্ষিণ আফ্রিকা বিএনপি’র জন্য অফুরন্ত ক্ষতি হয়েছে।
তিনি দক্ষিণ আফ্রিকার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বাবুল বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে সকলের মতামতের ভিত্তিতে দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।
আলোচনা শেষে সদ্যপ্রয়াত বিএনপি’র এই নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এবং দলটির পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।