প্রিয় নোয়াখালী: কবি মনিরুল ইসলাম মনিরকে আন্তজাতিক সাহিত্য সংগঠন সাহিত্যের জাগরন সম্মাননা প্রদান করেছেন। আজ শনিবার এই সম্মাননা প্রদান করা হয়। কবি মনিরের সাহিত্যঙ্গনে অবদানের স্বীকৃতি স্বরুপ এই সম্মাননা প্রদান করা হয়েছে বলে সংগঠনটির কতৃপক্ষ জানিয়েছেন।
কবি মনিরূল ইসলাম মনির চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের খিরিহাটি গ্রামে জন্ম গ্রহন করেন। তার বেশ কযেকটি কবিতা দেশে এবং ওপার বাংলায় ব্যাপক প্রশংসিত হয়।