স্টাফ করেসপন্ডেন্টঃ
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসবকে রাঙ্গাতে চাটখিলে আসছেন চ্যানেল আই সেরা কন্ঠ চ্যাম্পিয়ন তারেক চৌধুরী। ২৬ মার্চ সন্ধ্যায় চাটখিল উপজেলা পরিষদের পূর্বা মঞ্চে অনুষ্ঠিত হবে তারেক ও সহ শিল্পিদের নিয়ে ওপেন এয়ার কনসার্ট।
বিকেল ৩ টায় চাটখিল উপজেলা ও আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা শেষে দ্বিতীয় পর্বে এই কনসার্টের আয়োজন করেছেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
২০১৪ সালে দেশের হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে চ্যানেল আই সেরা কন্ঠ চ্যম্পিয়ন হন নোয়াখালীর সন্তান তারেক। তার পৈত্রিক নিবাস চাটখিলে তবে তার পরিবার মাঈজদীতে স্থায়ীভাবে বসবাস করেন।
তারেক প্রিয় নোয়াখালীকে বলেন, চাটখিলে আমার বাড়ি আর এখানে শো করতে আমার অন্যরকম ফিলিংস পাই। আশা করছি জমজমাট একটা শো হবে।