প্রিয় নোয়াখালীঃ বাইরে কোথাও ঘুরতে যাওয়া থেকে শুরু করে পার্টিতে কিংবা বিয়েতে আপনার হাতে অনায়াসে যেটি মানানসই হয়ে উঠবে তা হচ্ছে বটুয়া। আপনার হালকা জিনিসগুলো বহন করতে বটুয়ার তুলনা নেই। এক রঙের ছাড়াও আপনি খুব সহজেই বাহারি রঙের বটুয়া পেয়ে যাবেন। সালোউয়ার কামিজ থেকে শুরু করে শাড়ি সব কিছুর সাথেই মানিয়ে যায় এই বটুয়া।
সুতি কাপড় ছাড়াও ধুপিয়ান, অ্যান্ডি সিল্কের মতো জমকালো কাপড়ে করা হয়েছে এমব্রয়ডারি, হাতের কাজ, কারচুপি, চুমকি-পুঁতি-লেইসের নকশা, যেগুলো মানিয়ে যাবে যেকোনো উৎসব আমেজের সঙ্গে। বাজারে পাওয়া যাচ্ছে বাহারি নকশা ও কাটের জমকালো পার্টি ব্যাগগুলো।
চামড়া ও কাপড় এই দুটোর মাধ্যমেই রঙের উপস্থিতি আপনার নজর কাড়বে। মেরুণ, লাল, সবুজ, বাদামি, কালো, সোনালি, রুপালি, গাঢ় নীল, তামাটে নানা রঙে রাঙানো হচ্ছে ব্যাগগুলোকে। পানপাতার আকৃতি, চার কোনা, গোলাকৃতি, বেলুন আকৃতি, তিন কোনা, কাঠের হাতলসহ ইত্যাদি বটুয়ার বৈচিত্র্য এড়িয়ে যাবে না আপনার নজরকে।
আড়ংয়ে পাবেন বিভিন্ন আকৃতির পার্টি ব্যাগ। হলুদ, সবুজ, গোলাপি, লালের মতো বাহারি রঙের চামড়ার ব্যাগ আছে এখানে। বটুয়ার দাম এক হাজার থেকে এক হাজার ৫০০ টাকা পর্যন্ত পড়বে। মায়াসিরে পাবেন লেইস ও হাতের কাজের বেনারসি, সিল্ক, ধুপিয়ান, তসরের তৈরি পার্টি ব্যাগ আড়াই থেকে তিন হাজার টাকায়।
বাংলার মেলা, নগরদোলা, বিবিয়ানা, রঙ ও অঞ্জন’স তৈরি করছে নান্দনিক নকশার পার্টি ব্যাগ। দেশি দশে পাবেন এসব হাল ফ্যাশনের পার্টি ব্যাগ। দাম পড়বে ৩২০-৬৫০ টাকা।
কাঠের কারুকাজময় হাতলঅলা ব্যাগও পাবেন এখানে। দাম পড়বে ৩৮০-৫৫০ টাকা। অ্যাপেক্সে পাবেন জুতার রং ও নকশার সঙ্গে মিল রেখে পার্টি ব্যাগ। দাম পড়বে এক হাজার ৬৫০ থেকে পাঁচ হাজার ৯০০ টাকায়।
নিউমার্কেট, চাঁদনি চক মার্কেট ও গাউসিয়া সুপার মার্কেটে পাবেন নানা ডিজাইনের চামড়া, জামদানি, কাতান, সিল্ক, মখমলের তৈরি ব্যাগ বটুয়া। বটুয়ার দাম পড়বে ২২০-৭৫০ টাকা,। এ ছাড়াও রাপা প্লাজা, মেট্রো শপিং মল, সীমান্ত স্কোয়ার, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সেও পেয়ে যেতে পারেন আপনার পছন্দের পার্টি ব্যাগ।