প্রিয় নোয়াখালীঃ কেবল কি মোস্তাফিজ? অনেক তারকার মহাতারকা তিনি। অনেক জয়ের নায়কও তিনি। ২০১৪ সালে বাংলাদেশ দলের দায়িত্ব পান মাশরাফি বিন মর্তুজা। এরপর থেকে টাইগারদের জয়রথ ছুটছেই। র্যাঙ্কিংয়ে নয় থেকে সাত নম্বরে উন্নতি। শতক ওয়ানডে জয়। একের পর এক প্রতিপক্ষ বধের রূপকথার কাণ্ডারি যে মাশরাফিই। তাই তাঁকে নায়ক মানাটা অস্বাভাবিক কিছু না।
নিজের ফেইসবুকে মাশরাফি, সাকিব এবং সৌম্যকে নিয়ে একটি সেলফি শেয়ার করেছেন মোস্তাফিজ। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার নায়কদের সাথে (with my heroes)’।
টি-টোয়েন্টি ক্রিকেট দিয়েই বাংলাদেশ দলে পথচলা শুরু হয় মোস্তাফিজুর রহমানের। অভিষেকেই সবাইকে তাক লাগিয়ে দেন মোস্তাফিজ। ৪ ওভার বল করে ২০ রান খরচায় তুলে নেন দুই উইকেট। এরপর দ্রুতই ছড়িয়ে পড়ে তাঁর খ্যাতি। একের পর এক খেতাব আর রেকর্ডে নাম লেখান ‘ফিজ।’
এখন পর্যন্ত ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরমেটে ১৩ ম্যাচ থেকে ২২টি উইকেট ঝুলিতে পুরেছেন মোস্তাফিজ। তাঁর সেরা বোলিং ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। ২২ রানে ৫ উইকেট।
সর্বশেষ দেশের জার্সিতে নিউজিল্যান্ডের বিপক্ষেই খেলেছিলেন মোস্তাফিজ। ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ৫ উইকেট নিয়ে সেদিন সবার নজর কাড়েন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ উইকেট শিকারিও মোস্তাফিজ।
এরপর আর লাল-সবুজের জার্সি গায়ে জড়াতে পারেননি তিনি। ইংল্যান্ডের মাটিতে কাউন্টি খেলতে গিয়ে পড়েন ইনজুরির কবলে। দীর্ঘ নয় মাস পর আসছে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারও মাঠ মাতাতে পারেন মোস্তাফিজ।
টি-টোয়েন্টি ছাড়া অন্য ফরমেটেও বেশ দারুণ ক্যারিয়ার মোস্তাফিজের। ওয়ানডেতে এখন পর্যন্ত ৯টি ম্যাচে ২৬টি উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। আর সাদা পোশাকে ২ ম্যাচ খেলে নিয়েছেন ৪টি উইকেট।