প্রিয় নোয়াখালীঃ নোয়াখালীর সোনাইমুড়ী থানার বিশেষ অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অপুসহ ১৩ জনকে আটক করা হয়েছে।
সোমবার গভীর রাতে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ ইসমাইল মিঞার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮নং সোনাপুর ইউপির হিরাপুর গ্রামের নুরুল আমিনের ছেলে ৯ মামলার সোনাইমুড়ী থানার এজাহার ভুক্ত আসামী তারেক আজিজ ওরপে অপু (২২) কে একটি দেশীয় এলজি ও একটি কার্টুজসহ গ্রেফতার করে।
পরে ১০ পিস ইয়াবাসহ আমিরথি গ্রামের মোঃ মফিজের ছেলে মোঃ সবুজ (২৪) কে, ২০ গ্রাম গাজাসহ নজরপুর গ্রামের হাবিবুল্লার ছেলে মোঃ বাহার (৩৫) ও পূর্ব চাঁদপুর গ্রামের মৃত আলী হায়দারের ছেলে মোঃ বাবর (৪০) কে ইসলামগঞ্জ বাজার থেকে ক গ্রেফতার করা হয়।
একই সময় বিভিন্ন এলাকা থেকে আরো ৯ জনসহ ১৩ জন আসামীকে গ্রেফতার করে থানা পুলিশ। অন্য আসামীরা হল- সাতগড়িয়া গ্রামের মৃত নূর মোহাম্মদের দুই ছেলে মোঃ বাবলু (৪৫) ও আজাদ মিয়া (৩৫), একই গ্রামের ইব্রাহীম খলিলের ছেলে সাইফুল ইসলাম (২২), আবির পাড়া গ্রামের মৃত মজিবুল হকের ছেলে আবুল হাশেম (৬০), নাওড়ী গ্রামের মৃত হাজ¦ী মোঃ মুকবুল আহম্মদের ছেলে মনির হোসেন ( ৩৮), সোনাইমুড়ী গ্রামের মৃত বিরশ^রদাসের ছেলে লিন্টু দাস (৪২), একই গ্রামের বাবুল রবিদাসের ছেলে বাপ্পী রবীদাস (২৫), একই গ্রামের মৃত সেরাজুল হকের ছেলে মোঃ ইউনুছ (২২), কালুয়াই গ্রামের আবদুল মতিনের ছেলে বাহার উদ্দিন (৩০) কে গ্রেফতার করা হয়।