আবদুল মোতালেব : চাটখিল থানা পুলিশ শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার মল্লিকা দীঘির পাড় ঈদগাও মাঠ থেকে গাজা সহ দুই যুবক আটক করেছে বলে খবর পাওয়া গেছে। তবে আটককৃতদের কাছ থেকে কতটুকু পরিমান গাজা পাওয়া গেছে তা তাৎক্ষনিক জানাতে পারেনি পুলিশ। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন আটকের সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেন। আটককারী পুলিশ সদস্যরা জানান, ঈদগাও মাঠে গাজা খাওয়া অবস্থায় একজনকে আটক করে পরে তার কথার সূত্র ধরে অপরজনকে আটক করে। আটককৃতরা হল উপজেলার রামনারায়নপুর গ্রামের চৈয়াল বাড়ির আবদুল মতিনের ছেলে সুমন এবং রামনারায়নপুর ইউনিয়ন পরিষদের দফাদার নুর নবীর ভাগিনা কামাল হোসেন। কামাল হোসেনের বাড়ি দেলিয়াইতে হলেও সে তার মামার বাড়ি রামনারায়নপুরে থাকে।স্থানীয়দের অভিযোগ ঐতিহ্যবাহী মল্লিকা দীঘির পাড় ঈদগাওর পবিত্র মাঠে প্রতিরাতে অসংখ্য মাদকসেবীর অভয় আরন্য হয়ে ওঠে । তারা এ ব্যাপারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন ।