কামরুল কানন ঃ নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এর বড় ভাইয়ের নামে প্রদত্ত মোহাম্মদ হোসেন স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান শনিবার চাটখিল উপজেলার খিলপাড়া আবদুল ওয়াহাব ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ওয়াহাব – তৈয়বা ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম মিয়া।
ট্রাস্টের সহ সভাপতি মাসুম মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে রতন চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, হারুনুর রশিদ, সাইদুর রহমান কালু মাস্টার,কাজী আবু তাহের,মাওলানা আবদুল মান্নান, মহিউদ্দিন মাহতাব, রব্বান উল্ল্যাহ, অধ্যক্ষ্য হিরালাল দেবনাথ, মাহফুজুর রহমান, মেরিনা সুলতানা প্রমূখ।