কামরুল কানন : নিজ উপজেলা চাটখিলে সংবর্ধিত হতে যাচ্ছেন চ্যনেল আই সেরা কন্ঠের পঞ্চম আসরের চ্যাম্পিয়ন ও দেশের তরুন উদিয়মান সংগীত তারকা তারেক চৌধুরী।
সোমবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন মাঠের পূর্বা মঞ্চে তাকে এই সংবর্ধনা দেবে চাটখিলের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উত্তরন নাট্য গোষ্ঠি। এই উপলক্ষে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। যেখানে মঞ্চ মাতাবেন তারেক ও তার সহ শিল্পিরা।
তারেক প্রিয় নোয়াখালী ডট কমকে জানান, কিছু দেরিতে হলেও নিজের এলাকায় সংবর্ধিত হতে পারবো বলে বেশ ভাল লাগছে।