আলা উদ্দিনঃ চাটখিলের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক দানবীর গরিব দুঃখী ও মেহনতি মানুষের বন্ধু বাংলাদেশ স্পীলিট চামড়া ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি হাজী মোঃ বেলাল হোসেন ইউনিটি ফর ইউনিভার্সাল হিউম্যন রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন এর ঢাকা জেলার সচিব নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি একই সংস্থার ঢাকা জেলার ভাইস চেয়ারম্যান ছিলেন। সচিব নির্বাচিত হওয়ার পর বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য যে, চাটখিল পৌরসভার দশানি টবগা গ্রামের মনির কোম্পানির বাড়ির হাজী আব্দুর রহিমের ছেলে চাটখিলের এই কৃতি সন্তান বর্তমানে চাটখিল হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়,কেশরবাগ দাখিল মাদ্রাসার বিদ্যুৎসায়ি সদস্য,দশানি টবগা ছাত্র কল্যাণ পরিষদের প্রধান পৃষ্ঠপোষক, বাংলাদেশ পিনিস লেদার এন্ড গুডস ফুট ওয়েরার এক্সপোর্ট এবং নোয়াখালী জেলা সমিতির অন্যতম সদস্য ছাড়াও ঢাকাস্থ বিভিন্ন মাদ্রাসা-মসজিদ সহ অসংখ্য সামাজিক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছেন। চাটখিল থেকে তিনি এসএসসি পাশ করার পর ঢাকা আইডিয়াল কলেজ থেকে এইচ এস সি এবং (UDOA) ইউনিভারসিটি অফ ডেভেলপমেন্ট অল্টানেটিব থেকে সিএসসিই ও এমবিএ শেষ করেন। তার বড় ভাই বিশিষ্ট সমাজ সেবক মনির হোসেন (প্রকাশ মনির কোম্পানি) চাটখিলের গরিব, দুঃখী ও মেহনতি মানুষের বন্ধু হিসেবে ইতিমধ্যে ব্যপক সুনাম অর্জন করেছেন।