কামরুল কানন :
চ্যানেল আই সেরা কন্ঠ সিজন ফাইভ চ্যাম্পিয়ন নোয়াখালী তথা চাটখিলের কৃতি সন্তান তারেক চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে চাটখিলের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উত্তরন নাট্য গোষ্ঠি। সোমবার রাতে উপজেলা প্রসাসনের আয়োজনে বিজয় দিবসের কর্মসুচির শেষ দিনে পূর্বা মঞ্চে তাকে এই সংবর্ধনা দেয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম মিয়া। বক্তব্য রাখেন, ডা: এম এ নোমান, ডা: সোলায়মান বাহার খোকন, মিজানুর রহমান বাবর, আনিছ আহমেদ হানিফ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন,আবুল কালাম এবং সঞ্চালনা করেন ফারুক সিদ্দিকি ফরহাদ।
অনুষ্ঠানে তারেক মা তুমি আমার আগে যেওনাগো চলে, তীর হারায়ে ঢেউয়ের সাগর, আসবার কালে আসছি একা, গুরু ঘর বানাইলা কি দিয়া, চুমকি চলেছে একা পথে সহ বিভিন্ন জনপ্রিয় বাংলা গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন।