প্রিয় নোয়াখালী ডেস্কঃ
“সাহিত্য হোক নতুনত্বের বারিধারা-
সাহিত্য হোক সৎ সভ্যতার কথা বলা।”
- এ শ্লোগানকে সামনে রেখে ১৭-ই মে, শুক্রবার ছিল আন্তর্জাতিক সাহিত্য সংগঠন সাহিত্যের_জাগরণ’ এর জমজমাট মাসিক সাহিত্য সভা ।সে সাথে ইফতার মাহফিল অনুষ্ঠান করে সংগঠনটি। রাজধানীর মগবাজার মোড়স্থ ‘জলপাই থাই চাইনিজ এন্ড ইন্ডিয়ান রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও সংগঠক আসাদুল্যাহ আসাদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ছড়াকার ও সাংবাদিক আতিক হেলাল, সাহিত্যের জাগরণ’ এর পরিচালক কবি ও সংগঠক এম এস ইসলাম আকাশ, পরিচালক কবি ও সংগঠক মামুন আব্দুল্লাহ, সিনিয়র এডমিন কবি ও সংগঠক মনির ইসলাম, কবি ও সংগঠক জালিজ মাহমুদ, স্বদেশ কবি ও সংগঠক, কবি ও সংগঠক জান্নাতুল বাকী, কবি ও সংগঠক ইরানী বিশ্বাস।শিল্পী ও আর্টিস্ট আবূ বকর সিদ্দিক ডালিমসহ অন্যান্য সদস্য ও পেপার মিডিয়া ব্যক্তিত্ব।
অনুষ্ঠানটি উপস্থাপনা-সঞ্চালনায় ছিলেন সংগঠনের সম্মানিত পরিচালক মামুন আব্দুল্লাহ।
প্রথম পর্বঃ-
————-
পরিচিতি পর্ব, কবিতা আবৃত্তি ও শুভেচ্ছা বক্তব্য প্রদান।এ সময় শুভেচ্ছা বক্তব্য, জাগরণী কবিতা আবৃত্তি ও রমজানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন কবি মনির ইসলাম, কবি মামুন আব্দুল্লাহ।মোঃ আসাদুল্যাহ।এছাড়াও স্বদেশ কবি, কবি এম এস ইসলাম আকাশ, কবি জান্নাতুল বাকী কবি জালিজ মাহমুদ শিল্পী ডালিম শুভেচ্ছা বক্তব্যসহ কবিতা আবৃত্তি করেন।
দ্বিতীয় পর্বঃ
—————-
এ পর্বের প্রথমে রমজানের গুরুত্ব তাৎপর্য নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।তারপর শুরু হয় সাহিত্য ও সংগঠন সংশ্লিষ্ট মূল আলোচনা সভা।এ সময় সাহিত্য ও সাহিত্যের জাগরণ’ সংগঠন সংশ্লিষ্ট উন্মুক্ত বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক ইরানী বিশ্বাস, সাহিত্য ও সংগঠন সম্পর্কে বক্তব্য রাখেন কবি ও সংগঠক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আসাদুল্যাহ।
তৃতীয় পর্বঃ
এ পর্বে প্রথমে ছিল সংগঠন সংশ্লিষ্ট সদস্য ও উন্মুক্তদের যে কোনো প্রশ্নের উত্তর প্রদান।প্রশ্নের উত্তর প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আসাদুল্যাহ।এরপর ইফতারি ও খানার পূর্বে মোনাজাত হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সম্মানিত মেধাবী পরিচালক মামুন আব্দুল্লাহ।তারপর হঠাত ঝড় বৃষ্টির কারণে সবাই একটু চিন্তিত ছিল।অধিকাংশের মতামতের ভিত্তিতে সভাপতি’ আগামী দিনে সতীর্থে চলা বলার নতুন প্রেরণা দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
কবি লেখক সংগঠকদের এমন পরিশীলিত সাহিত্য সভা ও ইফতার মাহফিল সাহিত্যমোদীদের প্রাণের উচ্ছ্বাস যুগিয়েছে।
অনুপস্থিত অনেকে আফসোস করেছে।উপস্থিত-অনুপস্থিত অনেকানেক কবি বিশিষ্ট সংগঠক নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে জানা যায়, সাহিত্যের জাগরণ’ আয়োজিত এমন সৃজনশীল নিয়মতান্ত্রিক সুবিন্যাস্ত কাঠামোগত সুন্দর পরিশিলিত প্রোগ্রাম কবি লেখক সাহিত্যিকসহ বিশেষ করে অন্য সংগঠক সংগঠনের জন্য নতুন প্রেরণাময়ী বার্তা হিসাবে কাজ করবে।
_____________________________