স্টাফ করেসপন্ডেন্টঃ
ফেসবুক গ্রুপ নোয়াখালী রয়েল ড্রিস্টিক ( এন আর ডি) এর আয়োজনে আজ শনিবার চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের লটপটিয়া শরাফতিয়া হাফেজিয়া নুরানী মাদ্রাসা ও এতিমখানার ছাত্র ও শিক্ষকদের সম্মানে ইফতারে আয়োজন করা হয়।
উক্ত ইফতারে মাত্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম কিরণ চেয়ারম্যান,ভারপ্রাপ্ত মোহতামিম মাওলানা সাইফুল ইসলাম, সাংবাদিক কামরুল ইসলাম কানন, এন, আর, ডি গ্রুপের এডমিন সৌরভ ভুইয়া ও হাবিব উল্যা সুমন, গ্রুপের মডারেটর শরিফুল ইসলাম, মেম্বার জিহাদ সুলতান, জসিম আহমেদ ও সেলিম পাটোয়ারী প্রমূখ উপস্থিত ছিলেন।
গ্রুপটি ইফতারের পাশাপাশি রাতের খাবার ও সাহরীর আয়োজন করে।
এ ছাড়া শুক্রবারে নোয়াখালী সদর উপজেলা ও বেগমগঞ্জ উপজেলার ৯টি স্থানে হত দরিদ্র পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরন করে এবং সদর উপজেলার মারকাজুল উলুম মাদ্রাসার ছাত্র শিক্ষকদের সম্মানে ইফতারের আয়োজন করে এন আর ডি গ্রুপ।