রাতুল মোস্তফা, শিক্ষানবীস করেসপন্ডেন্টঃ
মাত্র হাতে গনা কয়েকটা বাড়ি নিয়ে গড়া চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের লটপটিয়া নামক গ্রামটি। সারাদেশের মত যখন তাদের গ্রামের বিপদগামী কিছু যুবক মাদকের হাতছানিতে জড়িয়ে যাচ্ছে ঠিক তখনই একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়তে সমাজ সচেতন যুবকদের উদ্যোগে আত্নপ্রকাশ গঠলো “লটপটিয়া হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্ট নামক সামাজিক সংগঠনের।
শুক্রবার নবাগত সংগঠনটির উদ্যোগে উৎসর্গ বাংলাদেশের সার্বিক সহযোগীতায় দিনব্যাপী রক্তের গ্রুপ নির্নয়ের আয়োজন করা হয়। এই আয়োজনে শত শত নারী পুরুষের অংশ গ্রহনে বিষ্মিত করে আয়োজকদেরও সে সাথে তাদের আরো বেশী অনুপ্রানীত করে ভাল কিছু করার।
রক্তদান কর্মসুচীতে দুই পর্বের মধ্যে সকালের পর্বে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক কামরুল কানন ও বিকেলের পর্বে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন।
সংগঠনটির সহ সভাপতি পেয়ার হোসেন প্রিয় নোয়াখালীকে জানালেন, তাদের সংগঠনটি রক্ত দান,হত দরিদ্রদের সহযোগীতা, যৌতুক ও মাদক বিরোধী জনসচেনতা সহ সকল ভাল কাজে গ্রামবাসীর পাশে থাকতে চায়।
লটপিটয়া হিউম্যান ওয়েল ফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাকালীন কমিটির কর্মকর্তারা হলেনঃ
সভাপতিঃ মোঃ মিলন
সহ-সভাপতিঃ মোঃ পেয়ার হোসেন
সহ-সভাপতিঃ মোঃ জুয়েল
সাধারণ সম্পাদকঃ আল-আমিন
যুগ্ম সাধারণ সম্পাদকঃ আবু তালেব কায়েস
যুগ্ন সাধারন সম্পাদকঃ সাহাদাত হেসেন নিজাম
যুগ্ন সাধারণ সম্পাদকঃ সালাউদ্দিন বাপ্পি
প্রচার সম্পাদকঃ যৌথভাবে জিল্লুর রহমান, মনিরুল ইসলাম মুন্না
ক্যাশিয়ারঃ আবদুল বারেক মাটি (সজিব)
কার্যকারি সদস্য
১/ সাদ্দাম
২/ ইমামুল হাসান তোহা
৩/ তানভির হেসেন বাবু
৪/কায়েস
৫/ সোহাগ
৬/মিলন
৭/পেয়ার হোসেন
৮/আল-আমিন
৯/সাহেদ
১০/হিমন
১০/জুয়েল
১১/হাসান ইমামুল
১২/সালাউদ্দিন
১৩/সজিব
১৪/জিল্লু
১৫/মুন্না
১৬/সুজন
১৭/গোলাম কিবরিয়া
১৮/সাহাদাত