স্টাফ করেসপন্ডেন্টঃ
নোয়াখালীর চাটখিলে নানা আয়োজনের মধ্য দিয়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের কমান্ডার এবং চাটখিল উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি গাজী মাসীয়ুর রহমানের মাতা সামছেয়ারা বেগমের ১শ ১৫ তম জন্ম বার্ষিকি পালন করা হয়েছে।সে সাথে দেয়া হয় সংবর্ধনা।ধারনা করা হচ্ছে সামছেয়ারা বেগম হচ্ছেন উপজেলার সবছেয়ে বেশী বয়সী প্রবীনতম ব্যক্তি।
শুক্রবার দিনব্যাপী আলোচনা সভা স্মৃতী চারন কেক কাটা ও প্রীতি ভোজ অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় এই মহিয়সী প্রবীন জননীর জন্ম বার্ষিকি পালন ও সংবর্ধনা অনুঠানের।
পুরো অনুষ্ঠানটির আয়োজক ও আলোচনা সভায় সভাপত্বি করেন বীর মুক্তিযোদ্ধা অরচার্ড গ্রুপের চেয়ারম্যান, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফারুক। প্রধান অতিথি ছিলেন,জেলা বিএলএফ কমান্ডার ও সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত। বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নারী মুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকী, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
সম্পাদক ও প্রকাশক: কামরুল কানন
মোবাইল : ০১৭১২৯৮৩৭৫১, ই মেইল: kanon.press@gmail.com
Copyright © 2025 priyonoakhali.com. All rights reserved.