স্টাফ করেসপন্ডেন্টঃ
চাটখিলে নুর আলম নামের এক সাংবাদিকদের চাঁদাবাজিতে অতিষ্ট হয়ে মানববন্ধন করেছেন স্থানীয় জনতা। উপজেলার পরকোট ইউনিয়নের দশঘরিয়া বাজারের প্রধান সড়কে শনিবার বিকেল ঘন্টব্যাপী এই মানববন্ধন করে সেখানকার ভুক্তভোগী জনতা।
মানববন্ধনে বক্তারা বলেন,বিগত কয়েক বছর যাবৎ চাঁদাবাজ মাদকাসক্ত ও সন্ত্রাসী দুষ্কৃতকারীদের হোতা কথিত সাংবাদিক নাম পরিচয় দানকারী স্বল্পশিক্ষিত নূর আলম মিডিয়া তালিকায় নেই এমন একটি অখ্যাত পত্রিকা নয়া বঙ্গবাজার নাম ব্যবহার করে চাটখিলের শান্তি প্রিয় শ্রমজীবী ও পেশাজীবি মানুষ,শিক্ষক, সৎ প্রশাসনিক কর্মকর্তা ও রাজনীতিবীদ,সমাজসেবক এবং নিরিহ মানুষকে তথ্যহীন ও ভিত্তিহীন মিথ্যা সংবাদ উপস্থাপন করে সন্মান ও চরিত্র হনন করে আসছে।নিউজের পরে প্রতিবাদের নামে চাঁদা দাবি করে এবং আরো সংবাদ প্রকাশের হুমকি দিয়ে টাকা আদায় করা যেনো নিয়মে পরিনত করেছে। চাঁদা না দিলে চলে হুমকি মান সম্মান নষ্ট করার। তারা আরো অভিযোগ করেন,এলাকার মাদকাসক্ত ব্যক্তিদের সাথে যোগ সাজগে মিথ্যা সংবাদ প্রকাশ করে সাধারন মানুষকে জিম্মি করে অর্থ আদায় তার প্রধান হাতিয়ার। এ নিয়ে তার বিরুদ্ধে বেশ কয়েকট লিখিত অভিযোগ চাটখিল থানায় দেয়া হয়েছে বলেও দাবি করেন তারা।
এ সময় বক্তারা নুর আলমের কারনে সাংবাদিক পেশার চরম অবমাননা হচ্ছে বলেও অভিমত প্রকাশ করেন।
কথিত সাংবাদিক নুর আলমের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: কামরুল কানন
মোবাইল : ০১৭১২৯৮৩৭৫১, ই মেইল: kanon.press@gmail.com
Copyright © 2025 priyonoakhali.com. All rights reserved.