স্টাফ করেসপন্ডেন্টঃ
বই পড়ার সাথে চা পান ফ্রি শ্লোগানে আলী ফাউন্ডেশানের অর্থায়নে অল অফ ওয়ান বিডি চাটখিলের ব্যবস্থাপনায় চাটখিল পৌরসভাতে বহ্নিশিখা নামের একটি লাইব্রেরীর পথ চলা শুরু করেছে। মঙ্গলবার দুপুরে আলোর দিশারী স্কুলে এই লাইব্রেরী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,চাটখিল উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন,
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হুমায়ুন কবির, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুল কানন, উপজেলা কৃষি কৃষি কর্মকর্তা বেনজীর আহমেদ,উপজেলা শিক্ষা কমিটির সদস্য বেলায়েত হোসেন তপদার।
নজরুল ইসলামের সভাপতিত্ব জাহানারা পিয়াসীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তৈয়ব আলী ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ফাহিম ফয়সাল,অল অফ ওয়ান বিডি চাটখিলের সাধারন সম্পাদক শারমিন সাহরিয়ার ইতি প্রমূখ।
আয়োজকরা বলেছেন বই পড়াকে উদ্বুদ্ব করতে এই লাইব্রেরীতে যারা বই পড়তে আসবেন তাদের আপ্যায়ন করা হবে চা পানের মাধ্যমে। তাইতো অতিথিরা এর শ্লোগান দিয়েছেন ' বই পড়ার সাথে চা পান ফ্রী।
সম্পাদক ও প্রকাশক: কামরুল কানন
মোবাইল : ০১৭১২৯৮৩৭৫১, ই মেইল: kanon.press@gmail.com
Copyright © 2025 priyonoakhali.com. All rights reserved.