স্টাফ করেসপন্ডেন্টঃ
মহানবী হয়রত মোহাম্মদ (স) কে নিয়ে ভারতে কটুক্তির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চাটখিল উপজেলার প্রত্যন্ত অঞ্চল সমূহে। প্রতিদিন প্রতিবাদ মিছিল হচ্ছে উপজেলার কেথাও না কোথাও। বুধবার আসর নামাজের পর পাঁচগাও ইউনিয়নের ভাওর দারুল আমান মিনার মসজিদ এলাকা থেকে বের হওয়া একটা বিক্ষোভ মিছিল ইউনিয়নের গুরুত্বপূর্ন এলাকা প্রদক্ষীন করে। মিছিল পূবে বক্তব্য রাখেন, মাওলানা সামছুল ইসলাম। এই বিক্ষোভটির আয়োজন করেন স্থানীয় তরুণ. উজ্জ্বল . কামাল হোসেন. রিপন. আলামিন . ফরিদ,আরিফ হোসেন, আবদুল মান্নান.. রুবেল .. রুবেল ও কবির।
সমন্বয় করেন রবিউল হোসেন মিঠু
ও রাশেদ পাটয়ারী।
এ ছাড়া উপজেলার খিলপাড়া বাজারে, বদলকোট ও দেলিয়াইতেও শত শত ধর্মপ্রাণ মুসলমান বিক্ষোভ করেছে বলে খবর পাওয়া গেছে।
প্রতিবাদ মিছিলে নুপুর শর্মা এবং মোদির শাস্তি দাবি করে শ্লোগান দেয়া হয় এবং ভারতীয় পন্য বর্জনের ডাক দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুল কানন
মোবাইল : ০১৭১২৯৮৩৭৫১, ই মেইল: kanon.press@gmail.com
Copyright © 2025 priyonoakhali.com. All rights reserved.