স্টাফ করেসপন্ডেন্টঃ
নোয়াখালীর চাটখিল উপজেলা বাসীর পক্ষ থেকে সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এক হাজার প্যাকেট খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে। চাটখিলের সর্বস্তরের মানুষের সহযোগিতায় এবং চাটখিল সমাজকল্যাণ ক্লাবের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক, সাংবাদিক মোঃ মেহেদী হাছান রুবেল ভূঁইয়ার উদ্যোগে এ খাদ্য সামগ্রী পাঠানো হয়।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক পার্কে অবস্থিত সেনাক্যাম্পে মেজর মুক্তাদিরের কাছে খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়।
খাদ্য সামগ্রীর প্রতি পেকেটে রয়েছে,
চাল, ডাল, আলু, পেয়াজ, রসুন, খাবার পানি, খাবার স্যালাইন, বিস্কুট, লবন ইত্যাদি। মোট সাড়ে ১১ টন খাদ্য সামগ্রী পাঠানো হয়।
চাটখিল সমাজকল্যাণ ক্লাবের সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভূঁইয়া জানান, সবার সহযোগিতা নিয়ে আমরা সিলেটে খাদ্য সামগ্রী পাঠানোর এ কার্যক্রম সম্পূর্ণ করেছি। তিনি অক্ষরদান ফাউন্ডেশন সহ প্রবাসী, ব্যবসায়ী, চাকুরীজীবি সহ সকল কে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুল কানন
মোবাইল : ০১৭১২৯৮৩৭৫১, ই মেইল: kanon.press@gmail.com
Copyright © 2025 priyonoakhali.com. All rights reserved.