স্টাফ করেসপন্ডেন্টঃ
চাটখিল উপজেলায় জুয়ার আসর থেকে কামাল হোসেন (৪৫) নামক একজন আওয়ামী লীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ। কামাল চাটখিল পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বলে নিশ্চিত করেছে দলটির একাধীক দ্বায়িত্বশীল নেতা। রোববার দুপুরে তাকে চাটখিল বাজারের খোকন ভিডিও গলি থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা
চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন কামাল হোসেনের আটকের কথা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে থাইল্যান্ডী নামক জুয়া পরিচালনার অভিযোগে আটক করা হয়েছে।
তিনি আরো কামাল ছাড়াও আরো কয়েক জনকে আটক করা হয়েছে। তাদেরকে রোববার কোটে প্রেরন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুল কানন
মোবাইল : ০১৭১২৯৮৩৭৫১, ই মেইল: kanon.press@gmail.com
Copyright © 2025 priyonoakhali.com. All rights reserved.