স্টাফ করেস্পন্ডেন্টঃ
বাংলাদেশ আওয়ামী লীগের মত একটা দলের কাউন্সিলর হওয়াও একটা বড় সৌভাগ্যের ব্যপার বলে মন্তব্য করেছেন নোয়াখালী - ১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। তিনি সোমবার দুপুরে চাটখিল উপজেলা র পাচগাও ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে কাউন্সিলরদের উদ্দ্যেশে দেয়া বক্তব্যে এই মন্তব্য করেন। এই সময় তিনি এক সংসদ সদস্যের নাম না উল্লেখ করে বলেন, আওয়ামী লীগের মনোনয়নে ৩ বার এমপি নির্বাচিত হয়েও এক সাংসদ আওয়ামী লীগের সদস্য হতে পারেননি।
এই সময় প্রধান মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম, উপজেলা চেয়ারমান আলহাজ্ব জাহাঙ্গীর কবীর,উপজেলা আ,লীগ সেক্রেটারি জাকির হোসেন জাহাঙ্গীর, মেয়র নিজাম উদ্দিন ভিপি, উপজেলা ভাইস চেয়ারমান আলী তাহের ইভু সহ উপজেলার শীষ নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুল কানন, মোবাইল : ০১৭১২৯৮৩৭৫১, ই মেইল: kanon.press@gmail.com
Copyright © 2024 priyonoakhali.com. All rights reserved.