স্টাফ করেস্পন্ডেন্টঃ
প্রবাসীদের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় চাটখিলে কুলশ্রী উত্তর পাড়া বাইতুন নূর জামে মসজিদে টানা ৪০ দিন জামায়েতে ৫ ওয়াক্ত নামাজ পড়ে শিশুরা পেলো বাই সাইকেল আর বড়দেরকে দেয়া হল মোবাইল ফোন। শুক্রবার বিকেলে এই পুরস্কার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মসজিদের সভাপতি মাষ্টার আনোয়ার হোসেন খোকন, সেক্রেটারী ইমান হোসেন, নূর নবী ড্রাইভার রফিক ডাঃ প্রমুখ।আয়োজক প্রবাসীরা জানান, তাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো মসজিদে সবাই এসে ৫ ওয়াক্ত নামাজ জন্য।
সম্পাদক ও প্রকাশক: কামরুল কানন
মোবাইল : ০১৭১২৯৮৩৭৫১, ই মেইল: kanon.press@gmail.com
Copyright © 2025 priyonoakhali.com. All rights reserved.