স্টাফ করেস্পন্ডেন্টঃ
জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে নোয়াখালীর চাটখিলের ভীমপুর গ্রামে পেট্রোল ঢেলে দোকানের মালামাল পুড়িয়ে দিয়ে সর্বস্বান্ত করা হল ব্যবসায়ী নুর আলম রাব্বিকে।এই অভিযোগে সেই গ্রামের শাহ সুফিয়ান দেওয়ানবাগী সহ ৫ জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নুরুল আলম রাব্বি নামের সেই ব্যবসায়ী।
থানায় অভিযোগের সূত্র থেকে জানা যায়, দীর্ঘ দিন থেকে দেওয়ানবাগীর অনুসারী শাহ সুফিয়ান ওরফে সুফিয়ান দেওয়ানবাগীদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল এলাকার মুদি ব্যবসায়ী নুরুল আলম রাব্বির । আর এই নিয়ে সে প্রায়শই তাকে হুমকি ধমকি দিয়ে আসছিলো।
নুর আলম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে তিনি দোকান বন্ধ করে বাসায় ঘুমাতে যান তার পর রাত ৩ টার দিকে জানতে পারেন তার দোকানে আগুন লাগার খবর। ছুটে এসে দেখতে পান তার দোকানে থাকা প্রায় ৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
নুরুল আলম রাব্বির দাবি, এলাকায় না থাকলেও শাহ সুফিয়ান দেওয়ানবাগীই দুর্বৃত্তদের মাধ্যমে তার দোকান পুড়িয়ে তাকে সর্বস্বান্ত করেছে। তিনি তার উপযুক্ত বিচার দাবি করেন।
শাহ সুফিয়ান দেওয়ানবাগী দেশে না থাকায় এ ব্যাপারে তার বক্তব্য নেয়া যায়নি।
এই ঘটনার তদন্তকারী চাটখিল থানা পুলিশের উপ-পরিদর্শক আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে। যেখানে আগুন লাগানোর সময় ৩ জনের উপস্থিতি দেখা যাচ্ছে।
চাটখিল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুল কানন
মোবাইল : ০১৭১২৯৮৩৭৫১, ই মেইল: kanon.press@gmail.com
Copyright © 2024 priyonoakhali.com. All rights reserved.